তরুণ প্রযুক্তি উদ্যোক্তা ও বাংলাদেশে রাইড শেয়ারিং সার্ভিস পাঠাও অ্যাপের অন্যতম প্রতিষ্ঠাতা ফাহিম সালেহর মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক শোক জানিয়েছেন।
তাকে ব্যতিক্রমী উদ্ভাবনী মনের মানুষ বলে অভিহিত করে প্রতিমন্ত্রী বলেন, ফাহিম সালেহ একজন অনুকরণীয় যুবক ছিলেন। তার মৃত্যুতে আমরা প্রযুক্তি খাতের একজন আন্তর্জাতিক মানের ও ব্যতিক্রমী মেধাবী তরুণ উদ্যোক্তা হারিয়েছি।
বাংলাদেশে রাইড শেয়ারিং সার্ভিস পাঠাও এর অন্যতম প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ'র খণ্ড-বিখণ্ড মরদেহ নিউ ইয়র্কের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে পাওয়া গেছে। খবর বিবিসি বাংলা।
নিউইয়র্কের পুলিশ বলছে, স্থানীয় সময় মঙ্গলবার বিকালে সালেহর খণ্ড-বিখণ্ড মরদেহ পাওয়া যায়। এ সময় তার মরদেহের পাশে একটি যান্ত্রিক করাত পাওয়া যায়। নিউইয়র্ক পুলিশের ধারণা, পেশাদার খুনিরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।